ঢাবি ‘চ’-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

327

ঢাকা, ৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। পাসের হার ১৯ দশমিক ৪৫ ভাগ।
২০১৮-১৯ ¯œাতক (সম্মান) শিক্ষাবর্ষের মোট ১৩ হাজার ৬৮১জন ছাত্র-ছাত্রী চ-ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৫শ’ ৬৬জন অঙ্কন পরীক্ষার জন্য নির্বাচিত হয়। নির্বাচিতদের মধ্যে অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৩৮৩জন। নির্ধারিত ১৩৫টি আসনের জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ২৬৯জন।
পাশকৃত ছাত্র-ছাত্রীদের আগামী ৯ অক্টোবর বিকাল ৩টা থেকে ১৮ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
এসময় চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান সহ চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU CHA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করলে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।