বাসস বিদেশ-১ : নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে দেয়নি ‘ভোটদান সমস্যা’: ব্রাজিলের বোলসোনারো

352

বাসস বিদেশ-১
ব্রাজিল-ভোট
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে দেয়নি ‘ভোটদান সমস্যা’: ব্রাজিলের বোলসোনারো
রিওডি জানিরো, ৮ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জাইর বোলসোনারো বলেছেন, রোববারের নির্বাচনে ভোটদানে নানাবিধ সমস্যার কারণে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। খবর এএফপি’র।
এ নির্বাচনে বোলসোনারো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী ফার্নান্ডো হাদাদের সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচন এড়াতে প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হয়েছেন। এরফলে আগামী ২৮ অক্টোবর দেশটিতে দ্বিতীয় দফার নির্বাচন হতে যাচ্ছে।
প্রথম দফার নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, বোলসোনারো ৪৬ শতাংশ এবং হাদাদ ২৯ শতাংশ ভোট পেয়েছেন।
বাসস/কেএআর/১০০০/এমএজেড