ভারতে প্রচন্ড ঝড়ে ২০ জনের মৃত্যু

367

নয়াদিল্লী, ৩ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে প্রচন্ড ঝড়ের আঘাতে ২০ জনের বেশি লোকের মৃত্যু ও ৬০ জনের বেশি লোক আহত হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি এলাকার ওপর দিয়ে ঝড়টি ঘন্টায় ৯০ মাইল বেগে বয়ে যায়। বৃহস্পতিবার রাজস্থান পত্রিকার অনলাইন সংস্করণে একথা জানানো হয়। খবর সিনহুয়া’র।
খবরে বলা হয়, আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় আঘাত হানা এ ঝড়ে প্রাণহানির সংখ্যা ও ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে।
ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা উপড়ে প্রধান সড়কগুলোতে পড়ে রয়েছে। এতে তীব্র জানযটের সৃষ্টি হয়েছে।
বেশ কয়েকটি স্থানে দেয়াল ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যায় দিল্লীর অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হতে এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে দেখা যায়।