বাসস ক্রীড়া-৯ : অসাধারণ পারফর্মেন্সের পর এই হারে আমি হতাশ : জেমি ডে

592

বাসস ক্রীড়া-৯
ফুটবল-বঙ্গবন্ধু-বাংলাদেশ-ফিলিপাইন
অসাধারণ পারফর্মেন্সের পর এই হারে আমি হতাশ : জেমি ডে
সিলেট, ৫ অক্টোবর ২০১৮ (বাসস) : শক্তিশালী ফিলিপাইনের বিপক্ষে অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে যোযন যোযন দূরত্বে পিছিয়ে থাকা বাংলাদেশ পুরো ৯০ মিনিট সমান তালে খেলে গেছে। সৃস্টি করেছে বেশ কটি গোলের সুযোগ। কিন্তু ফিলিপাইনের গোল রক্ষক মাইকেল কেসাস পুরোটা সময় আগলে রেখেছেন গোলবার। সেই সঙ্গে ভাগ্য দেবীরও সহায়তা ছিলনা স্বাগতিক দলের পক্ষে। ফলে সুযোগ গুলোর সফল সমাপ্তি ঘটাতে পারেনি। অপরদিকে একটি মাত্র সুযোগকে কাজে লাগিয়ে ১-০ গোলে জয়লাভ করেছে সফরকারী ফিলিপাইন।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় স্বাগতিক কোচ জেমি ডে’র অভিমতও একই। তিনি সাঙবাদিকদের বলেন, আমরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছি। বেশ কটি গোলের সুযোগও সৃস্টি করেছি। কিন্তু গোল না পেয়ে আমি হতাশ। এমন খেলায় অন্তত একটি গোল পাওয়া উচিত ছিল।
অপরদিকে মাত্র একটি সুযোগ থেকেই গোল করে জয় পেয়ে গেছে ফিলিপাইন। তবে এটি ফুটবল। এমনটা হতেই পারে। এখন পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।’ শেষ মুহূর্তে দল থেকে মামুনুলের বাদ পড়া প্রসঙ্গে স্বাগতিক কোচ বলেন, তিনি কুচকির ইনজুরিতে পড়ায় তাকে নিয়ে আর ঝুকি নিতে চাইনি। এ কারণেই দল থেকে তাকে সরিয়ে নিয়েছি।’
বিজয়ী ফিলিপাইনের ম্যাচ সেরার পুরস্কার পাওয়া গোল রক্ষক মাইকেল কেসাস বলেন, বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দল। মাঠে এর প্রমাণ তারা দিয়েছে। দলে বেশ কয়েক জন খেলোয়াড় রয়েছে যারা খুবই দুধর্ষ। এমন একটি দলের বিপক্ষে জয়লাভ করতে পেরে আমরা সন্তুষ্ট।’
বাসস/এএসজি/এমএইচসি/২১৫৫/স্বব