বাজিস-৭ : জলঢাকায় মুক্তিযোদ্ধার নামে সড়কে ফলক উম্মোচন

332

বাজিস-৭
জলঢাকা-ফলক
জলঢাকায় মুক্তিযোদ্ধার নামে সড়কে ফলক উম্মোচন
নীলফামারী, ৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার জলঢাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা আনছারুল আলম ছানুর নামে সড়কের নামকরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ওই নামকরণের ফলক উম্মোচন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
এ উপলক্ষে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের হাড়োয়া চৌমাথা নামক স্থানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শফি উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার হেসেন সাদের, ডিমলা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার, শিমুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমুখ। ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ছানুর স্ত্রী মমতাজ সুলতানা, ছেলে খুরশীদ আলম, রুবায়েদ আলম, যোবায়েদ আলম, কণ্যা নাজিফা আলম, নাহিদা আলম উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা জানান, মুক্তিযোদ্ধা মরহুম আনছারুল আলম ছানু ওই ইউনিয়নের কৃতি সন্তান। তাঁর ব্যাপক জনসমর্থন থাকায় ইউনিয়নটিতে তিনি একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণীয় করে রাখতে ডিয়াবাড়ি ভায়া হাড়োয়া চৌমাথা হয়ে মঙ্গলুর মোড় পর্যন্ত সদ্য পাকা করা সড়কটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।
তিনি বলেন,‘পরবর্তী প্রজন্মের কাছে দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের পরিচিত করতে বিভিন্ন স্থাপনা ও সড়কসমূহ মুক্তিযোদ্ধাদের নামে করতে হবে। তাহলেই বীর মুক্তিযোদ্ধারা আমাদের মাঝে বেঁচে থাকবেন।
বাসস/সংবাদদাতা/১৯১৫/মরপা