রাজশাহীতে শবে বরাত পালিত

5878

রাজশাহী, ২ মে, ২০১৮ (বাসস) : যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নগরী ও তৎসংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।
ক্ষমা ও বরকতময় অতি পবিত্র এই দিনটি পালনে নগরীতে কয়েক হাজার মুসলিম মসজিদ ও বাড়িতে নফল নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
তারা সর্বশক্তিমান আল্লাহর দরবারে তাদের পরিবার-পরিজন, বন্ধুবান্ধবের দীর্ঘায়ু, শান্তি, উন্নতি, সুস্বাস্থ্য এবং পিতা-মাতা ও যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বিভিন্ন মসজিদ বিশেষত হজরত শাহ মাখদুম দরগাহ মসজিদ, সাহেব বাজার বড় মসজিদ, হাতেমখা মসজিদ ও শহরতলী ও গ্রামাঞ্চলের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে মিলাদ মাহফিল, জিকির-আসকার ও তবাররক বিতরণ করা হয়।
আসরের নামাজের পর মসজিদসমূহের ইমামরা এই বিশেষ রাতের আধ্যাত্মিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন। একইভাবে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুরা, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জে শবে বরাত পালনের খবর পাওয়া গেছে।