প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন : তোফায়েল আহমেদ

893

ভোলা, ৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই রাষ্ট্র পরিচালনা করবে। হয়তবা সরকারের আয়োতন ছোট হতে পারে।
আজ বৃহস্পতিবার বিকেলে ভোলা শহরের সরকারি স্কুল মাঠে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুসারে। সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ক্ষমতাশীন দল সেই নির্বাচন কমিশনকে সর্বাত্বক সহায়তা করবে।
জেলা প্রশাসক মো: মাছুদ আলম ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয়ের সচিব সাহবুদ্দিন আহমেদ, জেলা পুলিশ সূপার মো: মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, পৌর মেয়র মো: মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচনে সকল দল অংশগ্রহন করবে। কেউ যদি নির্বাচনে অংশগ্রহন না করে সেটা সেই দলের ব্যাপার। আমরা তোষামদি করে তাদের নির্বাচনে আনবনা।
তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন কেউ ঠেকাতে পারেনি। আগামীতেও এই নির্বাচনকে বানচাল করার ক্ষমতা কারো নাই।
এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এবারের উন্নয়ন মেলায় মোট ১১০টি স্টল অংশ গ্রহণ করছে।