বাসস দেশ-১৯ : জাতীয় পার্টির নেতৃবৃন্দের জন্য স্টার্ট আপ কর্মশালার উদ্বোধন

150

বাসস দেশ-১৯
জাপা-কর্মশালা-
জাতীয় পার্টির নেতৃবৃন্দের জন্য স্টার্ট আপ কর্মশালার উদ্বোধন
ঢাকা, ৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টির নেতৃবৃন্দের জন্য দিনব্যাপী স্টার্ট আপ কর্মশালার উদ্বোধন করেছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন হলে এ কর্মশালার উদ্বোধন করেন তিনি।
কর্মশালায় দেশের ৭০ জন নেতা-কর্মী জাতীয় পার্টির অনলাইন এক্টিভিষ্ট হিসেবে অংশ গ্রহণ করেন। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত পরিকল্পিত ভাবে এসব নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টির কর্মসূচি ও এরশাদের বক্তব্য ভোটারদের মাঝে ছড়িয়ে দিবেন। কর্মশালায় অংশ গ্রহণকারীদের মোবাইলে অ্যাপস ডাউনলোড করে, হাতে কলমে বুঝিয়ে দেয়া হয়।
স্টার্ট আপ কর্মশালাটি পরিচালনা করেন হুসেইন মুহম্মদ এরশাদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির। কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু,অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাঈদুর রহমান টেপা, সুনীল শুভ রায় ও এসএম ফয়সল চিশতী প্রমুখ।
বাসস/সবি/এমএআর/১৮১০/অমি