থাই পাসপোর্ট পুনর্বহালে সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের আবেদন আদালতে নাকচ

688

ব্যাংকক, ২ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : থাই সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার থাই পাসপোর্ট পুনর্বহালের আবেদন নাকচ করে দিয়েছে।
এদিকে থাকসিন এক টুইটার বার্তায় বলেছেন, থাইল্যান্ডের বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। খবর সিনহুয়ার।
মঙ্গলবার সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট জানায়, তারা থাকসিনের আবেদন নাকচ করে দেয়ার ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টের সিদ্ধান্তে ব্যাপারে একমত।
থাই সরকার থাকসিনের দুটি নিয়মিত পাসপোর্ট প্রহ্যাহার করে নেয়ার পর এ ব্যাপারে দায়ের করা সাবেক এ প্রধানমন্ত্রীর একটি মামলা ২০১৬ সালে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্ট নাকচ করে দেয়।
২০১৫ সালের ২৬ মে বেআইনীভাবে পাসপোর্ট বাতিল করায় থাকসিন ডিপার্টমেন্ট অব কনস্যুলার অ্যাফেয়ার্সকে দায়ী করেন।
উল্লেখ্য, থাকসিন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।