বাসস বিদেশ-৩ : ভারতে ডলারের বিপরীতে রুপির বিনিময় হার কমে দাঁড়িয়েছে ৭৩.৭৭ রুপিতে

204

বাসস বিদেশ-৩
ভারত-রুপি
ভারতে ডলারের বিপরীতে রুপির বিনিময় হার কমে দাঁড়িয়েছে ৭৩.৭৭ রুপিতে
মুম্বাই, ৪ অক্টোরর, ২০১৮ (বাসস-ডেস্ক) : ভারতে বৃহস্পতিবার ডলারের বিপরীতে রুপির বিনিময় হার নতুন করে কমে ৭৩.৭৭ রুপিতে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের অব্যাহত মূল্যবৃদ্ধিতে চলতি হিসাবে ও মূলধন প্রবাহে ঘাটতির উদ্বেগ তীব্র হওয়ায় রুপির মান কমেছে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকদের প্রধানত তেল পরিশোধন ব্যবসায়ীদের ডলার চাহিদা সমন্বয়ের কারণে রুপি চাপের মধ্যে পড়েছে।
আন্তব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হার ডলারের বিপরীতে রুপির মান ৪৩ পয়সা কমে ৭৩.৩৪ রুপি থেকে ৭৩.৭৭ রুপি দাঁড়িয়েছে।
বুধবার রুপির মান ৪৩ পয়সা বা ০.৫৯ শতাংশ কমে ৭৩.৩৪ রুপিতে পৌঁছায়।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য গত চার বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮৬ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাসস/পিটিআই/এমএবি/১২৫০/এমএজেড