বাসস বিদেশ-২ : অর্থ পাচারের ঘটনায় মালয়েশিয়ার সাবেক নেতার স্ত্রী অভিযুক্ত

211

বাসস বিদেশ-২
মালয়েশিয়া-রাজনীতি
অর্থ পাচারের ঘটনায় মালয়েশিয়ার সাবেক নেতার স্ত্রী অভিযুক্ত
কুয়ালালামপুর, ৪ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিলাসপ্রিয় স্ত্রী রোসমাহ মানসুরকে বৃহস্পতিবার অভিযুক্ত করা হয়েছে। মাল্টি বিলিয়ন ডলারের আর্থিক কেলেংকারির ঘটনায় জড়িত রোসমাহ মনসুরের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ দায়ের করা হয়। এই আর্থিক কেলেংকারিকে কেন্দ্র করে নাজিব রাজাকের সরকারের পতন ঘটে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ৬৬ বছর বয়সী এ নারীর বিরুদ্ধে অর্থ পাচারের ১৭টি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। রাষ্ট্রীয় তহবিল লুটে জড়িত থাকার অভিযোগে তার স্বামী নাজিব রাজাককেও পৃথকভাবে এ আদালতে হাজির করা হয়।
বাসস/এমএজেড/১১৪৫/এমএবি