বাসস বিদেশ-১ : ভারতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩ বিদ্রোহী নিহত

195

বাসস বিদেশ-১
ভারত-বিদ্রোহী-হত্যা
ভারতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩ বিদ্রোহী নিহত
নয়াদিল্লি, ৪ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কট্টর বামপন্থী তিন নক্সাল বিদ্রোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রাজ্যের সুকমা জেলায় একটি বনের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যর বুধবার সন্ধ্যায় বিদ্রোহীদের ধরতে মুলার বন এলাকায় তল্লাশি অভিযান শুরু করলে বিদ্রোহীরা তাদের লক্ষ্যকরে গুলি বর্ষণ করে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে এ তিন বিদ্রোহী নিহত হয়।’
তিনি আরো বলেন, ‘সেখান থেকে অনেক অস্ত্র ও বিস্ফোরকের পাশাপাশি এ তিন বিদ্রোতহীর লাশ উদ্ধার করা হয়েছে।
ছত্রিশগড়ে নক্সাল বিদ্রোহীরা প্রায়ই সহিংস হামলা চালিয়ে থাকে।
বাসস/এমএজেড/১১০৫/এমএবি