বাসস বিদেশ-৯ : ফ্রান্সে হেলিকপ্টারে চড়ে জেল পালানো সেই গ্যাংস্টার গ্রেফতার

165

বাসস বিদেশ-৯
ফ্রান্স-অপরাধ
ফ্রান্সে হেলিকপ্টারে চড়ে জেল পালানো সেই গ্যাংস্টার গ্রেফতার
প্যারিস, ৩ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ফ্রান্সে হলিউডি মুভির কায়দায় জেল থেকে পালানো সেই গ্যাংস্টারকে দেশটির উত্তরাঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।
কুখ্যাত এই গ্যাংস্টার রেদোয়াইন ফাইদ তিন মাস আগে প্যারিস থেকে ৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত রু কারাগার থেকে পালায়। এতোদিন সে পালিয়ে ছিলো। প্যারিসের উত্তরে ওইসে এলাকা থেকে বুধবার তাকে গ্রেফাতার করা হয়। এ সময় তার ভাই ও পরিবারের অপর দুই সদস্যকেও আটক করা হয়।
রেদোয়াইন ফাইদ পালানোর সময় চার কারারক্ষীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে। ভারী অস্ত্রে সজ্জিত দুই সহযোগী তাকে পালাতে সাহায্য করে। তারা বিস্ফোরক দিয়ে দরজা উড়িয়ে জেল থেকে বের হওয়ার পথ তৈরি করে। এ কাজে তারা স্মোক বোমা ব্যবহার করে। এরপর তারা দ্রুত তাকে অপেক্ষমান হেলিকপ্টারের কাছে নিয়ে যায়।
এই কয়েদি দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিলো। সর্বশেষ একটি ব্যর্থ ডাকাতির ঘটনায় সে ধরা পড়ে। ওই সময় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়। এর আগেও সে একবার জেল থেকে পালিয়েছিলো।
৪৬ বছর বয়সী এই দুর্ধর্ষ অপরাধীকে ধরতে প্রায় ১শ’ পুলিশ মোতায়েন করা হয়।
বাসস/ কেএআর/১৫৪৮/জুনা