কুড়িগ্রামে পালাগান ও গণনাটক উৎসব

369

কুড়িগ্রাম, ৩ অক্টোবর ২০১৮ (বাসস) : জেলায় বেসরকারি সংস্থা আরডিআরএসের উদ্যোগে পালাগান ও গণনাটক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জেলার রাজারহাট উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
জেলা বিভিন্ন এলাকা থেকে আগত ৫টি দল মাদক, বাল্য বিয়ে, দুর্যোগ ও পুষ্টির উপর পালাগান ও গণনাটক প্রদর্শন করে। পিকেএসফের সহায়তায় আরডিআরএসের ক্রীড়া ও সংস্কৃতি কর্মসূচি বিভাগ আয়েজিত এ উৎসবের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নুর মো: আক্তারুজ্জামান, রাজারহাট থানার ওসি কৃঞ্চ চন্দ্র রায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, ঘড়িয়ালডাঙা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পালাগান ছাড়াও স্থানীয় শিল্পীরা ভাওয়াইয়া গান পরিবেশন করেন।
প্রতিযোগিতায় সেরা দল নির্বাচিত হয় লালকুঁড়ি গণনাটক দল। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।