বাজিস-৯ : সড়ক নিরাপদ করতে নড়াইলে ট্রাফিক পুলিশের লিফলেট ও ফুল বিতরণ

142

বাজিস-৯
নড়াইল-পুলিশ
সড়ক নিরাপদ করতে নড়াইলে ট্রাফিক পুলিশের লিফলেট ও ফুল বিতরণ
নড়াইল, ২ অক্টোবর, ২০১৮ (বাসস) : নড়াইলের ট্রাফিক পুলিশ সড়কে সচেতনতা মূলক কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার জেলা পুলিশের উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনালে নিরাপদ সড়কের সচেতনামূলক কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
সড়কে চলাচলের নানা বিষয়ে চালক ও পথচারীদের সচেতনতামূলক লিফলেট বিতর করা হয়। পরে স্কাউট ও গালর্স গাইডদের সাথে নিয়ে পুলিশ চালক ও পথচারীদের লিফলেট বিতরন করে। পুলিশের পক্ষ থেকে মোটর সাইকেলে হেলমেট পরিহিত চালকদের ফুলেল শুভেচ্ছো জানানো হয়।
এসময় সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার ইশতিয়ার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা মনিরুজ্জামান মনির, জিহাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭৩৫/মরপা