বাসস রাষ্ট্রপতি-২ : রাষ্ট্রপতি আগামীকাল নেত্রকোনায় লোকসংস্কৃতি উৎসব উদ্বোধন করবেন

169

বাসস রাষ্ট্রপতি-২
হামিদ-নেত্রকোণা-লোকসংস্কৃতি
রাষ্ট্রপতি আগামীকাল নেত্রকোনায় লোকসংস্কৃতি উৎসব উদ্বোধন করবেন
ঢাকা, ২ অক্টোবর, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আগামীকাল বুধবার নেত্রকোনা সফরে যাবেন। তিনি প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মাঠে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব-২০১৮ উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন আজ বাসসকে এ কথা জানান।
প্রেস সচিব আরো জানান, সফরকালে রাষ্ট্রপতি জেলা শহরের পুরাতন হাসপাতাল রোডে শেখ কামাল আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে বাসসের নেত্রকোনা সংবাদদাতা জানান, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম (জিএমসিএফ) এই উৎসবের আয়োজন করেছে। উৎসবে বিভিন্ন দেশের বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও শিল্পীবৃন্দ অনুষ্ঠানে যোগ দিবেন।
ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ও জিএমসিএফ’র সভাপতি মোস্তাফা জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। নেত্রকোনা জেলা প্রশাসন নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার সর্বস্তরের মানুষ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছে।
বাসস/এসআইআর/অমি/১৭১৫/আরজি