নিজের হ্যাট্রিক ও বার্সেলোনার শিরোপা জয়ে ম্যাচে রেকর্ড গড়লেন মেসি

866

মাদ্রিদ, ৩০ এপ্রিল ২০১৮ (বাসস) : দলের সেরা তারকা লিওনেল মেসির হ্যাট্রিকে স্প্যানিশ ফুটবল লিগে নিজেদের ৩৪তম ম্যাচে দিপোর্তিভো লা করুনাকে ৪-২ গোলে হারায় বার্সেলোনা। এই জয়ে লা-লিগায় নিজেদের ২৫তম শিরোপা নিশ্চিত করে বার্সা। হ্যাট্টিক করে দলের জয় ও শিরোপা নিশ্চিত করেন মেসি। এই ম্যাচ দিয়ে মৌসুমে লা-লিগায় নিজের গোল সংখ্যা ৩২-এ নিয়ে যান মেসি। ফলে লা-লিগায় নতুন এক রেকর্ড গড়লেন বিশ্ব ফুটবলের ক্ষুদে এই জাদুকর। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লা-লিগার সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়লেন মেসি।
২০০৯-১০ মৌসুমে প্রথমবার লা লিগায় ৩৫ ম্যাচে ৩০ গোল করেছিলেন মেসি। এরপর টানা তিন মৌসুমে ৩০ বা তার বেশি গোল করেন তিনি। পরের তিন মৌসুমে মেসির গোল ছিলো ৩১, ৫০ ও ৪৬টি।
২০১৩-১৪ মৌসুমে ২৮ গোলের বেশি করতে পারেননি মেসি। পরের মৌসুমে আবারো ৩০ ছাড়িয়ে ৩৮ ম্যাচে ৪৩ গোল করেন মেসি।
এরপর ২০১৫-১৬ মৌসুমে ৩৩ ম্যাচে ২৬ গোল করে ৩০ বা বেশি গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি মেসি। তবে গেল মৌসুমে ৩৭ ও এবার এ পর্যন্ত ৩২ গোল করে লা-লিগার কোন খেলোয়াড় হিসেবে ৩০ বা তার বেশি গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি।