বাজিস-৫ : মঠবাড়িয়ায় ২০ শয্যার হাসাপাতাল নির্মিত হচ্ছে

194

বাজিস-৫
পিরোজপুর-হাসপাতাল
মঠবাড়িয়ায় ২০ শয্যার হাসাপাতাল নির্মিত হচ্ছে
পিরোজপুর, ২ অক্টোবর, ২০১৮ (বাসস) : পল্লী অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার মঠবাড়িয়া উপজেলার দুর্গম এলাকা টিআর খালিতে ২০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করছে। ১৭ কোটি ৪৪ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ের এ হাসপাতালটি নির্মাণ কাজ আগামী অর্থ বছরে শেষ হবে।
এ হাসপাতালটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সব ধরনের চিকিৎসা প্রদান করা হবে। হাসপাতালের ২০ শয্যার বাইরে এক্সরে রুম, অপারেশন থিয়েটার রয়েছে। এছাড়া হাসপাতালের ডাক্তার এবং নার্সদের জন্য কোয়ার্টারও নির্মাণ করা হচ্ছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পিরোজপুরে সিনিয়র সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক জানান, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিতে দেশের মানুষের স্বাস্থ্য সমস্যা ও সেবার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা পূরণ করতে বর্তমান স্বাস্থ্য বান্ধব সরকার মঠবাড়িয়া টিআরখালিতে এই হাসপাতালটি নির্মাণে অর্থ বরাদ্দ দিয়েছে। কাজের মান বজায় রাখার লক্ষ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা নিয়োজিত রয়েছে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২২৫/নূসী