বাসস দেশ-২৯ : ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল : সংস্কৃতিমন্ত্রী

610

বাসস দেশ-২৯
মাদ্রাসা-ভবন-ভিত্তি স্থাপন
ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল : সংস্কৃতিমন্ত্রী
নীলফামারী, ১ অক্টোবর, ২০১৮ (বাসস) : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,‘ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, মানুষকে বিপদে ফেলানো হয়েছিল, ধ্বংসাত্মক কাজ করানো হয়েছিল।
আজ সোমবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭৫ লাখ টাকা ব্যয়ে নীলফামারী শহরে আলিয়া মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, যারা নিরাপরাধ মানুষকে হত্যা করে, জীবন্ত মানুষকে পুড়ে মারে, রাস্তা কেটে মানুষের চলাচল বন্ধ করে তারা কি ইসলামের লোক ? ইসলামের মূল কথা সৎ মানুষ হওয়া, সত্য কথা বলা, মানুষকে বিভ্রান্ত করা যাবে না।’
তিনি বলেন,আগে মাদ্রাসা ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন এর পাশাপাশি আধুনিক শিক্ষা যুক্ত হয়েছে। আধুনিক যুগের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে এজন্য এটি যুক্ত হয়েছে। ইসলাম যেন সুরক্ষিত থাকে পাশাপাশি অন্য ধর্মের মানুষ যেন সুরক্ষিত থাকতে পারে সে সুব্যবস্থাও করেছে সরকার।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ডা. মমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নীলফামারী পৌর সভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, দিনাজপুর শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।
পরে বিকেলে মন্ত্রী জেলা সদরের পলাশবাড়ি গ্রামে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পল্লী বিদ্যুত সমিতির সাব-স্টেশনের উদ্বোধন করেন।
বাসস/সংবাদদাতা/এমএআর/২১২০/অমি