বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

833

সিলেট, ১ অক্টোবর, ২০১৮ (বাসস) : প্রথম বারের পূণ্যভূমি সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ছয় জাতির এ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং জেলা প্রশাসক নুমেরি জামান এ সময় উপস্থিত ছিলেন।
ম্যাচ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ২৫ হাজার আসনের স্টেডিয়ামটি। দিনের শুরুতেই বিক্রি হয়ে যায় দর্শকদের জন্য বরাদ্ধকৃত ২২ হাজার টিকিটের সব কটি। বাকি ৩ হাজার টিকিট দেয়া হয়েছে সৌজন্যমূলক।
জাতির পিতার নামে আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে এবারই অংশগ্রহণকারী দেশগুলো তাদের পূর্ণ শক্তির জাতীয় দল নিয়ে অংশ নিতে যাচ্ছে। ৬ দলের এ ফুটবল লড়াইয়ে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ লাওস ও ফিলিপাইন। আর ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান।