বাসস ক্রীড়া-১৫ : জুবায়েরের ৫ উইকেট শিকারে ২৩৮ রানে অলআউট ঢাকা বিভাগ

355

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-জাতীয় লিগ
জুবায়েরের ৫ উইকেট শিকারে ২৩৮ রানে অলআউট ঢাকা বিভাগ
ফতুল্লা, ১ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাঁ-হাতি লেগ স্পিনার জুবায়ের হোসেনের ঘুর্ণিতে পড়ে আজ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের প্রথম দিনই চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ২৩৮ রানে অলআউট হয়েছে ঢাকা বিভাগ। জবাবে দিন শেষে ২ উইকেটে ২৫ রান করেছে চট্টগ্রাম বিভাগ। ৮ উইকেট হাতে নিয়ে ২১৩ রানে পিছিয়ে চট্টগ্রাম বিভাগ।
ফতুল্লার খান ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় চট্টগ্রাম বিভাগ। রনি তালুকদার ও তাইবুর রহমানের জোড়া হাফ-সেঞ্চুরিতে শুরুতে ভালো অবস্থায় ছিলো ঢাকা বিভাগ। এক পর্যায়ে ৩ উইকেটে ১৫৫ রান ছিলো ঢাকা বিভাগের।
তবে পঞ্চম বোলার হিসেবে আক্রমনে এসে ঢাকা বিভাগকে ২৩৮ রানে গুটিয়ে দেন লেগ স্পিনার জুবায়ের। ৬১ রানে ৫ উইকেট নেন জুবায়ের। প্রথম শ্রেনির ক্রিকেটে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট পেলেন জুবায়ের।
ঢাকা বিভাগের তাইবুর ৬৩, রনি ৫৯ ও সাইফ হাসান ৩৪ রান করেন।
বাসস/এএমটি/২০২৫/স্বব