বাসস ক্রীড়া-১৬ : স্বাগতিক হিসেবে বাংলাদেশ ফেভারিট : লাওস কোচ মাইক ওং মুন হেং

430

বাসস ক্রীড়া-১৬
ফুটবল-বঙ্গবন্ধু-আন্তর্জাতিক
স্বাগতিক হিসেবে বাংলাদেশ ফেভারিট : লাওস কোচ মাইক ওং মুন হেং
সিলেট, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগামীকাল স্বাগতিক বাংলাদেশের মোকাবেলা করবে লাওস। এ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকেই ফেবারিট মানছেন লাওসের কোচ মাইক ওং মুন হেং। ম্যাচটি সামনে রেখে আজ এক সংবাদসম্মেলনে লাওসের কোচ বলেন, ‘প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে খেলতে এসেছি। গত মার্চে অনুষ্টিত প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এবার বেশ ভালভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। নতুন কোচ জেমি ডে’র অধীনে স্বাগতিক দলও বেশ উন্নতি করেছে। স্বাগতিক হিসেবে ম্যাচে বাংলাদেশই ফেভারিট। যে কোন স্বাগতিক দলের বিপক্ষে লড়াই করা বেশ কঠিন। স্বাগতিক দল সব সময় বেশ শক্তিশালী হয়। তবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব।’
অধিনায়ক টিনি বুলাই বলেন,‘ এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছি স্বাগতিক বাংলাদেশকে। যেটি আমাদের জন্য হবে বেশ কঠিন। স্বাগতিক দলের বিপক্ষে লড়তে হলে তাই আমাদেরকে সেরাটাই দিতে হবে।
বাসস/এএসজি/এমএইচসি/২০২০/স্বব