বাসস ক্রীড়া-১৫ : নব উদ্যমে শুরু করতে চান জেমি

433

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-বঙ্গবন্ধু-আন্তর্জাতিক
নব উদ্যমে শুরু করতে চান জেমি
সিলেট, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : লাওসের বিরুদ্ধে ঘরের মাটিতে জয় তুলে নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের শুরুটা ভালো করতে চান স্বাগতিক বাংলাদেশের কোচ জেমি ডে। সাফের ব্যর্থতা ভুলে নব উদ্যমে শুরু করাটাই লক্ষ্য তার। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা লাওসকে শক্তিশালী মানলেও হোম ভেন্যুতে নিজেদেরকেই ফেবারিট মানছেন লাল-সবুজদের এ কোচ।
আগামীকাল লাওসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পর্দা উঠবে ছয় জাতির এ ফুটবল আসরের। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
গত মাসে ঘরের মাটিতে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপে টানা দুই ম্যাচ জিতে এক দশক পর সেমি ফাইনালে খেলার দারুন এক সম্ভাবনা জাগিয়ে তুলেছিল স্বাগতিকরা। কিন্তু নেপালের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপ্রত্যাশীতভাবে হেরে টুর্নামেন্ট থেকেই ছিঁটকে পড়তে হয়েছিল তাদের। নিজেদের মাঠে না পারার সেই যন্ত্রনা লাঘবের বড় মঞ্চ হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপকে দেখছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে।
আজ সংবাদ সম্মেলনে হাজির হয়ে স্বাগতিক কোচ বলেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ নতুন টুর্নামেন্ট। তাই আগের টুর্নামেন্টের ভাল বিষয়গুলোই অনুপ্রেরণা হিসেবে নিতে চাই। আর ব্যর্থতা গুলো নিয়ে আলোচনার চেয়ে সেখান থেকে শিক্ষা নিয়েই নতুনভাবে টুর্নামেন্টে অংশ নিতে চাই। আমাদের লক্ষ্য লাওসের বিরুদ্ধে ভালো একটি ম্যাচ খেলা এবং জয় তুলে নেয়া।’
সাফে ব্যর্থতার পর দলে এসেছে আমূল পরিবর্তন। সাতজনকে ছাঁটাই করা হয়েছে। তবে এ পরিবর্তন দলে কোন প্রভাব ফেলবে না উল্লেখ করে তিনি বলেন, ‘খেলোয়াড় পরিবর্তন হবে, এটাই নিয়ম। এবার অপেক্ষাকৃত তারুণ্য নির্ভর দল গঠন করা হয়েছে। এতে দলের মধ্যে কোন নেতিবাচক প্রভাব পড়ার সুযোগ নেই। মুল বিষয় হচ্ছে ভাল খেলা। যেন দল প্রতিটি ম্যাচে জয়লাভ করতে পারে।’
লাওসের বিরুদ্ধে সর্বশেষ দুই ম্যাচের একটিতে বাংলাদেশ ২-১ গোলে পরাজয় এবং আরেকটিতে ২-২ গোলে ড্র করেছে। তাই প্রতিপক্ষ দলটি শক্তিশালী দল উল্লেখ করে জেমি ডে বলেন, ‘এবারের আসরে অংশ নিতে যাওয়া সব দলই শক্তি শালী। তবে যে কোন দলের জন্য প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুইয়া বলেন, ‘অতীতের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চাই আমরা। প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী হলেও স্বাগিতক হিসেবে অবশ্যই আমরা ফেবারিট। আমরা আত্মবিশ্বাসী।’
বাসস/এএসজি/এমএইচসি/২০১৫/স্বব