বিচারপতি এস কে সিনহা দুর্নীতিবাজ বলেই দেশে ফিরছেন না : তোফায়েল

463

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) দুর্নীতিবাজ বলেই দেশে ফিরছেন না।
তিনি বলেন,‘এস কে সিনহার দুর্বলতা আছে, তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। ষড়যন্ত্রে সফল হতে না পেরে দেশ ছেড়ে এখন হতাশায় ভুগছেন।’
তোফায়েল আহমেদ আজ রোববার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নবনির্মিত ‘ওয়ালটন রেফ্রিজারেটরের গ্লাস ডোর ম্যানুফ্যাকচারিং প্রজেক্টের’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে এ প্রজেক্ট করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটকে জাতীয় ঐক্য বলা যায় না। এদের কোন আদর্শ নেই। আদর্শহীন ঐক্য টিকতে পারে না, টিকবে না। নীতিহীনদের দেশের মানুষ গ্রহণ করবে না। তিনি বলেন, ‘জাতীয় ঐক্য প্রচেষ্টার দাবিগুলোও অযৌক্তিক এবং দেশের সংবিধান পরিপন্থী’।
তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান মোতাবেক। তবে তা হবে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণ মূলক।
এর আগে বাণিজ্যমন্ত্রী গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গনে পৌঁছেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম আশরাফুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম এবং ওয়ালটন গ্রুপের ডিরেক্টর রাইসা সিগমা হিমা প্রমুখ।