ইসরাইল-ফিলিস্তিন সীমান্তবেড়ার কাছে সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনী নিহত

421

জেরুজালেম, ৩০ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : ফিলিস্তিনী ইসরাইলি সৈন্যদের গুলিতে তিন ফিলিস্তিনী নিহত হয়েছে। গাজা ভূখন্ড থেকে সীমান্ত বেড়া অতিক্রম করে ইসরাইলি ভূখ-ে অনুপ্রবেশ করলে এদের গুলি করে হত্যা করা হয়।
পৃথক ঘটনায় এরা নিহত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে। খবর সিনহুয়া’র।
ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে জানায়, দুই সন্দেহভাজন ব্যক্তি ফিলিস্তিন ও ইসরাইলকে বিভক্তকারী সীমান্তবেড়া দিয়ে ইসরাইলি ভূখ-ে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
তিনি বলেন, ‘এ সময় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য তাদের গুলি করে। এ সময় তাদের একজন নিহত হয় এবং অপর জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’
এর প্রায় এক ঘন্টা পর গাজার দক্ষিণাঞ্চল দিয়ে দুই ‘সন্ত্রাসী’ সীমান্ত বেড়া ডিঙ্গিয়ে ইসরাইলী ভূখ-ে অনুপ্রবেশ করে সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ছুড়ে মারে। জবাবে সৈন্যরা পাল্টা গুলি চালালে তারা দুজনেই নিহত হয়। এই ঘটনায় ইসরাইলি কোন সৈন্য হতাহত হয়নি।
এর কয়েক মিনিট পর সীমান্ত পার হওয়ার সময় আরো দুই জনকে গ্রেফতার করা হয়।