এ বছর দেশে ৩০ হাজারের অধিক দুর্গাপূজা হচ্ছে

175

ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এ বছর সারা দেশে ৩০ হাজারের অধিক দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।
আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১৯ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে।
আজ শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় এ তথ্য জানানো হয়।
সংগঠনের সভাপতি মিলন কান্তি দত্তের সভাপতিত্বে সভায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মো. জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়াও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, সাংবাদিক স্বপন কুমার সাহা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়াদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গোপূজায় ৩ দিনের সরকারি ছুটি, প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা, পূজার সময় গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে জাতীয় উৎসবের আঙ্গিকে আলোকসজ্জা ও সড়ক সজ্জার দাবি জানানো হয়।
সভায় পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী সারাদেশের সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব জাতীয় উৎসবের আমেজে যাতে অনুষ্ঠিত হতে পারে সেজন্য সকল ধরনের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেন।