বাসস রাষ্ট্রপতি-২ (প্রথম কিস্তি) : বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যসূচি প্রণয়নের আহবান রাষ্ট্রপতির

340

বাসস রাষ্ট্রপতি-২ (প্রথম কিস্তি)
আব্দুল হামিদ-আরইউ-সমাবর্তন
বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যসূচি প্রণয়নের আহবান রাষ্ট্রপতির
রাজশাহী, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমমান বজায় রেখে এ দেশের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হালনাগাদ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (আরইউ) দশম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণকালে বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার কোন বিকল্প নেই। অতএব, বিশ্বমান বজায় রাখতে বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম হালনাগাদ করতে হবে।
দেশের বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর আব্দুল হামিদ সংশ্লিষ্ট সকলের প্রতি শিক্ষাকে কেবল বাণিজ্যিক পণ্যের হাতিয়ার এবং সার্টিফিকেট অর্জনের বিষয় হিসেবে ব্যবহার না করার পাশাপাশি সামগ্রিকভাবে দেশের ও দেশের জনগণের বৃহত্তর স্বার্থ নিশ্চিত করারও আহ্বান জানান।
আব্দুল হামিদ নতুন গ্রাজুয়েটদের স্বাগত জানান এবং তাদেরকে এ পর্যন্ত এগিয়ে নেয়ার জন্য তাদের প্রতি সম্মানিত পিতা-মাতা, শিক্ষক, সমাজ, দেশ ও দেশের মানুষের বিশাল অবদানের কথা স্মরণ করার পরামর্শ দেন।
শিক্ষার্থীরা তাদের নিজ নিজ মেধা, সম্ভাবনা ও জ্ঞান জাতির প্রত্যাশা পূরণে কাজে লাগাবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
চলবে-বাসস/জেহক/১৯০০/রশিদ/-আসচৌ