বাসস বিদেশ-১ : ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বহু লোকের মৃত্যু

337

বাসস বিদেশ-১
ইন্দোনেশিয়া-আবহাওয়া-সুনামি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বহু লোকের মৃত্যু
মাকাসার (ইন্দোনেশিয়া), ২৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে বহু লোক প্রাণ হারিয়েছে। উদ্ধারকর্মীদের উপদ্রুত এলাকায় যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এএফপি’র এক আলোকচিত্রী একথা জানান।
পালুতে দায়িত্বরত আলোকচিত্রীদের তোলা ছবিতে তীরের কাছে আংশিক ঢাকা লাশের ছবি দেখা যাচ্ছে। নগরীতে ভূমিকম্পের প্রভাবে সকালে ১.৫ মিটার উঁচু ঢেউ আঘাত হানার পর তারা মারা যায়।
পালুতে ৭.৫ তীব্রতার এই ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং স্থানীয়রা তাদের বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে চলে গেছে। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের পর উুঁচ ঢেউ এলাকাটিতে আছড়ে পড়ে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পলা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ভিডিও ফুটেজে পানির ঢেউয়ে বেশ কয়েকটি বড় ভবন ধসে পড়ার ও একটি বড় মসজিদের ভেতর পানি ঢুকে পড়তে দেখা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে সর্বশেষ প্রচ- শক্তিশালী ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার আগে ১০ কিলোমিটার গভীরে মধ্যাঞ্চলীয় সুলাওয়েসিতে আঘাত হেনেছে।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো এক বিবৃতিতে বলেন, ‘ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘এ সময় ভীতসন্ত্রস্ত বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন।’
বাসস/কেএআর/১০০৪/জুনা