বাসস ক্রীড়া-১১ : ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি লিটনের

339

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-এশিয়া কাপ
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি লিটনের
দুবাই, ২৮ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। আজ এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান লিটন। এমনকি আগের ১৭ ম্যাচে অংশ নিয়েও কোন হাফ-সেঞ্চুরির দেখা পাননি তিনি।
দুবাইয়ে টস হারা বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন লিটন। তার সঙ্গী ছিলেন মেহেদি হাসান মিরাজ। উদ্বোধণী জুটিতে ১২৫ বলে ১২০ রান যোগ করেন তারা। এরমধ্যে ৩৩ বলেই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ডান-হাতি ব্যাটসম্যান লিটন। হাফ-সেঞ্চুরির পর পরই জীবন পান তিনি।
ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা বলে ছক্কা মারতে গিয়ে আকাশে বল তুলে দেন লিটন। সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন মিড উইকেটে থাকা ভারতের যুজবেন্দ্রা চাহাল। ফলে জীবন পেয়ে ৮৬তম বলে সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ১১টি চার ও ২টি ছক্কায় নিজের সেঞ্চুরি পূর্ণ করেন লিটন।
বাসস/এএমটি/২০০০/স্বব