বাসস দেশ-১৬ : ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে : অধ্যাপক আনিসুজ্জামান

324

বাসস দেশ-১৬
ঐক্যপরিষদ-মহাসমাবেশ
ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে : অধ্যাপক আনিসুজ্জামান
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদ আয়োজিত মহাসমাবেশে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তিকে সকল শক্তি দিয়ে প্রতিহত করার আহবান জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদ ও ২২ টি সংগঠন আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু-আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার’ দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়।
আনিসুজ্জমান বলেন, বাংলাদেশের বেশির ভাগ মানুষ অসাম্প্রদায়িক। তারা পারষ্পরিক ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে চায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আবারও সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে।
পরিষদের সভাপতি উষাতন তালুকদার এমপির সভাপতিত্বে মহাসমাবেশে মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, খ্রিস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বৌদ্ধ নেতা ড. জিনোবোদি ভিক্ষু, সাংবাদিক শাহরিয়ার কবির প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, সাম্পদায়িক শক্তির কাছে পরাজয় মেনে নেওয়া যায় না। আমরা সাম্প্রদায়িক বাংলাদেশ চাই না। আমরা দায় মুক্তির সংস্কৃতি চাই না।
তারা বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে হাজার-হাজার সংখ্যালঘু পরিবারকে নির্যাতন করা হয়েছে।
বাসস/এএসজি/বিকেডি/১৯৩৫/কেজিএ