এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ

202

দুবাই, ২৮ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশ থেকে একটি পরির্বতন এনে বাংলাদেশ। বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হকের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
আগের ম্যাচ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে ভারত। একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান, ডান-হাতি স্পিনার যুজবেন্দ্রা চাহাল, দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ।
এশিয়া কাপে এখন পর্যন্ত ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে দশবারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। একবার জিতেছে বাংলাদেশ। ২০১২ সালের আসরে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিলো টাইগাররা।
এছাড়া ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৩৪ মুখোমুখিতে ২৮টিতে জয় পেয়েছে ভারত। বাংলাদেশের জয় ৫টিতে।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইদু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল ও জসপ্রিত বুমরাহ।