মহার্ঘ ভাতা বাস্তবায়ন করেছে বাসস

484

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সাংবাদিক ও কর্মচারীদের ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন করেছে।
তথ্য মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, নবম ওয়েজ বোর্ডের সুপারিশের ভিত্তিতে এই বছরের ১ মার্চ থেকে মহার্ঘ ভাতা কার্যকর হবে। এ বছরের ২৯ জানুয়ারি দেশের সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহের সাংবাদিক ও কর্মীদের জন্য সরকার ৯ম ওয়েজ বোর্ড গঠন করেছে।
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বে বোর্ড অষ্টম মজুরি বোর্ড পর্যালোচনা শেষে সাংবাদিক, কর্মচারী ও সংবাদকর্মীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাগুলোর বিষয়ে সুপারিশ করবে।
তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) এম মিজানুল আলম ওয়েজ বোর্ডের সচিব।