বাসস দেশ-৩০ : নরসিংদীতে ৩টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির আনুষ্ঠানিক উদ্বোধন

676

বাসস দেশ-৩০
আন্তঃনগর ট্রেন-যাত্রা বিরতি
নরসিংদীতে ৩টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির আনুষ্ঠানিক উদ্বোধন
নরসিংদী, ২৭ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : নরসিংদী রেলস্টেশনে ৩টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস যাত্রা বিরতির মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব:) মো. নজরুল ইসলাম হিরু।
যাত্রা বিরতি ট্রেনের মধ্যে ঢাকা-নোয়াখালী-ঢাকা উপকুল এক্সপ্রেস, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস, সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস।
এ ৩টি আন্তঃনগর ট্রেন নরসিংদীতে যাত্রা বিরতির ফলে নরসিংদীবাসী দীর্ঘদিনের প্রত্যাশার প্রথম ধাপ পূরণ হল।
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মোল্লা এমপি, রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: ফারুকুজ্জামান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নরসিংদী পৌর মেয়র মো: কামরুজ্জামান কামরুল ও, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিয়া জাহান ও নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামিরুল হাসান।
বাসস/সবি/এমএআর/২০৩৮/মরপা