বাসস বিদেশ-৩ : চীনে ৯ শিশুকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর

193

বাসস বিদেশ-৩
চীন-শিশুহত্যা-মৃত্যুদন্ড
চীনে ৯ শিশুকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর
বেইজিং, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : চীনে ছুরি নিয়ে হামলা চালিয়ে নয় স্কুলশিশুকে হত্যা ও অপর ১২ জনকে আহত করার দায়ে বৃহস্পতিবার এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি স্কুলের বিরুদ্ধে আক্রোশবসত এ হামলা চালানো হয়। এই হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে গত জুলাই মাসে ঝাও জেয়েই নামের ওই ব্যক্তিকে মৃত্যুদ-াদেশ দেয়া হয়। সে শৈশবে ওই স্কুলেরই ছাত্র ছিল।
আদালত এর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঝাও জেউইয়ের কাজ ও ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দেয়ায় তার মনের মধ্যে থাকা পুঞ্জিভূত ক্ষোভ নিষ্পার শিশুদের ওপর মিটিয়েছে।’
এপ্রিল মাসে নাম্বার থ্রি মিডল স্কুলে এ হামলা চালানো হয়। এ সময় শিশুরা স্কুলে যাচ্ছিল।
ঝাও পুলিশকে জানিয়েছে, সে ওই স্কুলে থাকাকালে তাকে তার সহপাঠীদের ‘উৎপীড়ন’ ও ‘ঘৃণার’ সম্মুখীন হতে হয়েছে। সে ওই স্কুলের উপর প্রতিশোধ নিতে ‘ছোরা’ ব্যবহার করার সিদ্ধান্ত নেয়।
চীনে প্রায়ই ছুরি হামলা চালানো হয়।
বাসস/ কেএআর/১১২০/আরজি