বাসস বিদেশ-১ : যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

348

বাসস বিদেশ-১
যুক্তরাষ্ট্র-অপরাধ
যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ওয়াশিংটন, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বুধবার সন্ধ্যায় হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদ-াদেশ কার্যকর করা হয়েছে।
খবর এএফপি’র।
লোকটি এক নারীকে হত্যার পর তার লাশ কংক্রিটভর্তি পিপার মধ্যে লুকিয়ে রেখেছিল। বিষাক্ত প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগে তার মৃত্যুদ- কার্যকর করা হয়।
চলতি মাসে দু’জনের মৃত্যুদ-াদেশ কার্যকরের দিনক্ষণ নির্ধারিত ছিল। এই লোকটির মৃত্যুদ-াদেশ প্রথমে কার্যকর হল।
৫১ বছর বয়সী ট্রই ক্লার্ক ১৯৯৮ সালে তার সাবেক রুমমেট ক্রিস্টিনা মিউসকে হত্যা করে। ওই সময় ক্রিস্টিনার বয়স ছিল ২০ বছর।
মাদকসেবী ও বিক্রেতা ক্লার্ক ক্রিস্টিনাকে প্রথমে পিটিয়ে তারপর বাথটাবে ডুবিয়ে হত্যা করে।
মেয়েটি তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে যাচ্ছে মনে করে সে এই গর্হিত অপরাধ করে।
তদন্ত কর্মকর্তারা কয়েক মাস পর ক্রিস্টিনার লাশটির সন্ধান পায়। সেখানে অপর এক লোকের লাশও পাওয়া যায়।
ক্লার্ক বরাবরই তার অপরাধ অস্বীকার করে গেছে।
তার আইনজীবীরা বলেন, ক্লার্কের সাবেক এক প্রেমিকার সাক্ষ্যের ভিত্তিতে মূলত তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়েছে।
বাসস/কেএআর/০৯২৫/আরজি