আল ফুজাইরাহর কোচের পদ ছাড়ছেন ম্যারাডোনা

343

বুয়েন্স আয়ার্স, ২৮ এপ্রিল ২০১৮ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরাহর কোচের পদ থেকে সড়ে দাঁড়াচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। প্রথম বিভাগে উন্নীত হতে ব্যর্থ হওয়ায় ম্যারাডোনা নিজেই কোচের পদ থেকে বিদায় নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবি মাটিয়াস মোরলা।
খোরফাক্কানের সাথে ১-১ গোলে ড্র করার পরপরই পদত্যাগের ঘোষনা দেন বিশ্বকাপ বিজয়ী সাবেক এই আর্জেন্টাইন তারকা। ঐ ম্যাচের পরে মোরলা টুইটারে লিখেছেন, ‘আজকের ম্যাচের পরে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় দিয়েগো ম্যারাডোনা আর এই দলের কোচ হিসেবে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।’
মোরলা আরো জানিয়েছেন এই সিদ্ধান্তটি উভয় পক্ষের সমঝোতার মাধ্যমেই নেয়া হয়েছে। ক্লাবের ভবিষ্যতের জন্য ম্যারাডোনা শুভকামনাও জানিয়েছেন।
গত বছর মে মাসে ৫৭ বছর বয়সী ম্যারাডোনাকে কোচ হিসেবে নিয়োগ দেয় আল ফুজাইরাহ। দুই বছরের অনুপস্থিতির পরে আবারো গত মৌসুমে শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় ফিরে আসে ক্লাবটি। শুক্রবারের ম্যাচের পরে ক্লাবটির টেবিলের তৃতীয় স্থান থেকে আর উপরে উঠার কোন সম্ভাবনাই থাকলো না।