শেহজাদের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানের সংগ্রহ ২৫২ রান

657

দুবাই, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ওপেনার মোহাম্মদ শেহজাদের সেঞ্চুরিতে এশিয়া কাপে সুপার ফোর পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫২ রান করেছে আফগানিস্তান। শেহজাদ ১১৬ বলে ১২৪ রান করেন।
দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় আফগানিস্তান। ব্যাট হাতে নেমেই ভারতীয় বোলারদের উপর মারমুখি হয়ে উঠেন আফগানিস্তানের ডান-হাতি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। রান তোলার কাজটা একাই করেছেন তিনি। আরেক ওপেনার জাভেদ আহমাদি ছিলেন দর্শক। ফলে ইনিংসের ৫০তম বলেই অর্ধশতক স্পর্শ করে আফগানিস্তান। এর মধ্যে শেহজাদেরই রান ছিলো ৪৫।
নবম ওভারে জীবন পেয়েই নিজের হাফ-সেঞ্চুরিও পূর্ণ করেন শেহজাদ। ৩৭ বলে অর্ধশতকে পা দিয়েও ক্ষান্ত হননি শেহজাদ। আহমাদিকে নিয়ে দলের রানের চাকা একাই ঘুড়িয়েছেন তিনি। তবে দলীয় ৬৪ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। আহামাদিকে ৫ রানের থামিয়ে দেন ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা।
আফগানিস্তানের প্রথম উইকেট তুলে নিয়ে খেলায় ফেরার পথ পায় ভারত। দলীয় ৮১ ও ৮২ রানে ৩টি উইকেট হারায় তারা। রহমত শাহকে ৩ রানে জাদেজা, হাসমতউল্লাহ শাহিদি ও অধিনায়ক আসগর আফগানকে শূণ্য রানে বিদায় দেন কুলদীপ।
৮২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া আফগানিস্তানকে সামনের এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেন শেহজাদ। সাথে সঙ্গী হিসেবে পান গুলবাদিন নাইবকে। নাইব ধীরলয়ে থাকলেও, বলের সাথে পাল্লা দিয়ে রান তুলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দোড় গোড়ায় পৌঁছে যান শেহজাদ ।
২৯তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন শেহজাদ। এ সময় দলের স্কোর ১৩১ দাঁড়ায়। যার মধ্যে ১০৩ রানই অবদান শেহজাদের। তার সেঞ্চুরি পাওয়া ওভারেই প্যাভিলিয়নে ফিরেন নাইব। শেহজাদের সাথে পঞ্চম উইকেটে ৫০ রান যোগ করা নাইব ব্যক্তিগত ১৫ রানে চাহারের শিকারে পরিনত হন।
এরপর ক্রিজে শেহজাদের সাথে জুটি বাঁেধন সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। এই দু’জন ৫৫ বলে ৪৮ রান যোগ করেন তারা। সেঞ্চুরিয়ান শেহজাদকে প্যাভিলিয়নে ফিরিয়ে জুটি ভাঙ্গে যাদব । ১১টি চার ও ৭টি ছক্কায় ১২৪ রানের দুর্দান্ত এক ইনিংসের পথে শেহজাদ বল খেলেছেন ১১৬টি।
শেহজাদ যখন ফিরেন তখন আফগানিস্তানের স্কোর ছিলো ৩৭ দশমিক ৫ বলে ৬ উইকেটে ১৮০ রান। শেষ দিকে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে লড়াকু স্কোর এনে দেন নবী। ১২তম হাফ-সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৬ বলে ৬৪ রান করেন নবী। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ২০ বলে ২০, রশিদ খান ১৯ বলে ১২ ও আফতাব ৬ বলে ২ রান যোগ করেন। ভারতের জাদেজা ৩টি ও কুলদীপ ২টি উইকেট নেন।
স্কোর কার্ড :
আফগানিস্তান ইনিংস :
শেহজাদ ক কার্তিক ব যাদব ১২৪
আহমাদি স্টাম্প ধোনি ব জাদেজা ৫
রহমত বোল্ড ব জাদেজা ৩
শাহিদি স্টাম্প ধোনি ব কুলদীপ ০
আসগর ক কুলদীপ ব যাদব ০
নাইব ক যাদব ব চাহার ১৫
নবী ক কুলদীপ ব আহমেদ ৬৪
নাজিবুল্লাহ এলবিডব্লু ব জাদেজা ২০
রশিদ অপরাজিত ১২
আফতাব অপরাজিত ২
অতিরিক্ত (লে বা-১, নো-১, ও-৫) ৭
মোট (৮ উইকেট, ৫০ ওভার) ২৫২
উইকেট পতন : ১/৬৫ (আহমাদি), ২/৮১ (রহমত), ৩/৮২ (শাহিদি), ৪/৮২ (আসগর), ৫/১৩২ (নাইব), ৬/১৮০ (শেহজাদ), ৭/২২৬ (জাদরান), ৮/২৪৪ (নবী)।
ভারত বোলিং :
আহমেদ : ১০-১-৪৫-১ (ও-১),
চাহার : ৪-০-৩৭-১ (ও-২, নো-১),
কাউল : ৯-০-৫৮-০ (ও-১),
জাদেজা : ১০-১-৪৬-৩ (ও-১),
কুলদীপ : ১০-০-৩৮-২,
যাদব : ৭-০-২৭-১।