জয়পুরহাটে ১১ হাজার হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফসল চাষের লক্ষ্যমাত্রা ধার্য

357

জয়পুরহাট, ২৮ এপ্রিল, ২০১৮ (বাসস) : জেলার পাঁচ উপজেলায় বোরোর বাম্পার ফলনের পর গ্রীষ্মকালীন ফসল চাষে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে স্থানিয় কৃষি বিভাগ। ২০১৮-১৯ রবি মৌসুমে ১১ হাজার ৩৩৬ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফসল চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, ২০১৮-১৯ রবি মৌসুমে গ্রীষ্মকালীন ফসল চাষের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের আউস ধান ২৫৯ হেক্টর, দেশী পাট ৪০ হেক্টর, তোষা পাট ৩ হাজার ৪০ হেক্টর, গ্রীষ্মকালীন শাকসবজি ৪ হাজার ২১০ হেক্টর, গ্রীষ্মকালীন মরিচ ২১০ হেক্টর, আদা ৮০ হেক্টর, হলুদ ৩শ ১৫ হেক্টর মুগ ডাল ২২ হেক্টর। এ সব ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ তিন হাজার ৬৬২ মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায় বাসস’কে বলেন, ২০১৮-১৯ রবি মৌসুমে ফসল চাষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মাঠ পর্যায়ে সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন বলেও জানান তিনি।