ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন শুরু

688

ঢাকা, ২৭ এপ্রিল, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন আজ শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইতিহাস পরিষদের ১২তম দ্বি-বার্ষিক (৪৮তম বার্ষিক) আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন ও সাধারণ সভা সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
এতে সভাপতি হিসেবে ‘বাংলা ভাষা, বাঙালি জাতি এবং বাংলাদেশ রাষ্ট্র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ও স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
সম্মেলনে পরিষদ ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ইতিহাসবিদ, শিক্ষক, গবেষক ও বিদেশি অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।