বাসস ক্রীড়া-১৮ : ৫৮৪টি যুব সংগঠনকে এক কোটি ২০ লাখ টাকা দিচ্ছে সরকার

157

বাসস ক্রীড়া-১৮
যুবকল্যাণ-অনুদান
৫৮৪টি যুব সংগঠনকে এক কোটি ২০ লাখ টাকা দিচ্ছে সরকার
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : চলতি অর্থবছরে যুব কল্যাণ তহবিল থেকে সারা দেশে ৫৮৪টি যুব সংগঠনকে এক কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হবে।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে যুব কল্যাণ তহবিলের ৪০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় জানানো হয়, প্রতি জেলায় সর্বোত্তম সংগঠনকে ২৫ হাজার এবং বাঁকি সংগঠনগুলোকে ২০ হাজার টাকা করে অনুদানের অর্থ প্রদান করা হবে। সংগঠনগুলোর প্রকল্প ভিত্তিক জন কল্যাণ কাজের স্বীকৃতি হিসেবে অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হবে।
সভায় চলতি অর্থ বছরের (২০১৮-১৯) প্রস্তাবিত ১ কোটি ৯৮ লাখ ৫শ’ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শহিদুজ্জামান, স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অব) জীবন কানাই দাস এবং এসোসিয়েশন অব গ্রাসরুটস ওমেন এন্টার অনার্স বাংলাদেশে এর সভানেত্রী মৌসুমী ইসলাম সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বাসস/তথ্যবিবরণী/এমএইচসি/১৮৩৫/স্বব