বাসস ক্রীড়া-১৪ : বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে পরিসংখ্যান

137

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-এশিয়া কাপ
বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে পরিসংখ্যান
আবুধাবি, ২৫ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ওয়ানডেতে এর আগে ৩৫বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে ৩১টিতে পাকিস্তান ও ৪টিতে জয় পায় বাংলাদেশ। তবে এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে ১২বার বাংলাদেশের বিপক্ষে লড়াই করে সবগুলোতেই জিতেছে পাকিস্তান। কিন্তু এশিয়া কাপের টি-২০ ফরম্যাটে একবারের সাক্ষাতে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দু’দলের মুখোমুখি হওয়া ম্যাচগুলোর কিছু পরিসংখ্যান দেখে নেয়া যাক।
বাংলাদেশ-পাকিস্তানের পরিসংখ্যান :
সবচেয়ে বেশি রান (বাংলাদেশ) : তামিম ইকবাল, ১৬ ম্যাচে ৬৭৬ রান।
সবচেয়ে বেশি রান (পাকিস্তান) : মোহাম্মদ ইউসুফ, ১৮ ম্যাচে ৮৯৩ রান।
সবচেয়ে বেশি উইকেট (বাংলাদেশ) : সাকিব আল হাসান, ১৫ ম্যাচে ২১ উইকেট।
সবচেয়ে বেশি উইকেট (পাকিস্তান) : শহিদ আফ্রিদি, ২১ ম্যাচে ৩২ রান।
সবচেয়ে বেশি ক্যাচ (বাংলাদেশ) : মাশরাফি বিন মর্তুজা, ১৭ ম্যাচে ৮ ক্যাচ।
সবচেয়ে বেশি ক্যাচ (পাকিস্তান) : ইউনিস খান, ২০ ম্যাচে ১৬ ক্যাচ।
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল (বাংলাদেশ) : খালেদ মাসুদ, ১৬ ম্যাচে ১৭ ডিসমিসাল।
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল (পাকিস্তান) : কামরান আকমল, ১২ ম্যাচে ১৭ ডিসমিসাল।
জুটিতে সবচেয়ে বেশি রান (বাংলাদেশ) : সাকিব আল হাসান-নাসির হোসেন, ৬ ইনিংসে ৩৩৩ রান।
জুটিতে সবচেয়ে বেশি রান (পাকিস্তান) : সালমান বাট-কামরান আকমল, ৪ ইনিংসে ৩৫১ রান।
সেরা জুটি (বাংলাদেশ) : তামিম ইকবাল-মুশফিকুর রহিম, তৃতীয় উইকেটে ১৭৮ রান।
সেরা জুটি (পাকিস্তান) : ইজাজ আহমেদ-মঈন উল আতিক, তৃতীয় উইকেটে ২০৫ রান।
সেরা অলরাউন্ডিং পারফরমেন্স (বাংলাদেশ) : মাহমুদুল্লাহ রিয়াদ ১৭ ম্যাচে ২৪৭ রান ও ৬ উইকেট।
সেরা অলরাউন্ডিং পারফরমেন্স (পাকিস্তান) : শহিদ আফ্রিদি ২১ ম্যাচে ৫২৭ রান ও ৩২ উইকেট।
সবচেয়ে বেশি ম্যাচ (বাংলাদেশ) : মাহমুদুল্লাহ রিয়াদ, ১৭টি।
সবচেয়ে বেশি ম্যাচ (পাকিস্তান) : : শহিদ আফ্রিদি, ২১টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (বাংলাদেশ) : মোহাম্মদ আশরাফুল, ৬টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (পাকিস্তান) : ইনজামাম উল হক, ৭টি।
বাসস/এএমটি/১৭৪৫/-স্বব