বাজিস-১০ : চিলমারীতে ‘সততা স্টোর’ উদ্বোধন

154

বাজিস-১০
চিলমারী-উদ্বোধন
চিলমারীতে ‘সততা স্টোর’ উদ্বোধন
কুড়িগ্রাম,২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস): জেলার চিলমারিতে সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে চিলমারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে থানাহাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে প্রতিষ্ঠা করা সততা স্টোরের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। এ সময় স্কুলটির নবনির্মিত গেটেরও উদ্বোধন করা হয়।
পরে বিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত প্রধান শিক্ষক নুর ই ইসলাম ও সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া রহমানের অবসর জনিত বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক নুর ই ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি শামছুদ্দিন সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান প্রুূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহমান রতন।
বাসস/সংবাদাতা/১৭৩৫/মরপা