বাসস ক্রীড়া-১২ : ধোনির ২০০

142

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-এশিয়া কাপ
ধোনির ২০০
দুবাই, ২৫ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ভারতের প্রথম ও বিশ্বের তৃতীয় অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ২শ’ ম্যাচে নেতৃত্ব দেয়ার কীর্তি গড়লেন মহেন্দ্র সিং ধোনি।
এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে টস হাতে নেমেই অধিনায়ক হিসেবে ২শ ম্যাচ নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়লেন ধোনি। আফগানদের বিপক্ষে বিশ্রাম নিয়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তাই দুবাইয়ে অনুষ্ঠিত এ ম্যাচে নেতৃত্ব দেয়ার সুযোগ পেলেন ধোনি।
ভারতের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দেয়া রেকর্ড আগেই দখলে নিয়েছেন ধোনি। আজকের ম্যাচের আগে ১৯৯ ওয়ানডেতে ১১০ জয় ও ৭৪টি হার স্বাদ নিয়েছেন অধিনায়ক ধোনি। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন।
বিশ্বের মধ্যে জাতীয় দলকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ২৩০ ম্যাচে অসিদের নেতৃত্ব দেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২১৮ ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন স্টিফেন ফ্লেমিং। এরপরই ২শ’ ম্যাচ নেতৃত্ব দেয়ার মাইলফলক স্পর্শ করলেন ধোনি।
বাসস/এএমটি/১৭৩৫/-স্বব