ভারতের উত্তরাঞ্চলীয় একাধিক প্রদেশে বৃষ্টি ও বন্যা ॥ ১০ জনের প্রাণহানি

214

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব ও হিমাচল প্রদেশে গত তিনদিন ধরে অবিরাম ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সেখানে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
উভয় রাজ্য থেকে এ পর্যন্ত ১০ জনেরও বেশি লোকের প্রাণহনির খবর পাওয়া গেছে। এমনকি বন্যা উপদ্রুত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজের জন্যে সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। খবর সিনহুয়া’র।
এছাড়া দেশটির রাজধানী দিল্লিতে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা আকস্মিক নিচে নেমে গেছে।
টেলিভিশনের সংবাদে পাঞ্জাবের পাতিয়ালা জেলার রাস্তাঘাট পানির ¯্রােতে ভেসে যেতে দেখা গেছে। আবহাওয়া বিভাগ পরবর্তী কিছুদিন উত্তরাঞ্চলীয় আরো কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের আশংকার কথা জানিয়েছে।
দেশটির ইন্ডিয়া টু’ডে পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, হিমাচল প্রদেশে ছয় গবেষক নিখোঁজ রয়েছে।
এর খবরে আরো বলা হয়, হিমাচল প্রদেশে বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় শত শত লোক আটকা পড়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, অনেক নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু মহা সড়কসহ ১শ’টিরও বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।