ভেনিজুয়েলাকে একঘরে করতে কলম্বিয়ার প্রেসিডেন্টের আহ্বান

204

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ইভান ডুকি সোমবার প্রতিবেশী ভেনিজুয়েলাকে কূটনৈতিকভাবে একঘরে করার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারকে স্বৈরাচার উল্লেখ করে তিনি সেখানে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনতে চাপ প্রয়োগের কথা বলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ডানপন্থী এই নেতা বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে যেসব দেশে ভেনিজুয়েলার শরণার্থী আশ্রয় নিয়েছে তাদের সমর্থনে মঙ্গলবার কারাকাসের সাথে কারো বৈঠক করা উচিত না।
উল্লেখ্য, কলম্বিয়া ভেনিজুয়েলার ১০ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরেয়াজা বলেছেন, তিনি বিশ্বব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সকলের সঙ্গে বৈঠক করতে চান। তিনি তার দেশের নাগরিকদের পুনরায় দেশে ফিরিয়ে আনার জন্য ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা চান।