বাসস ক্রীড়া-৫ ফুটবল-চেলসি চেলসির খেলায় আরো বৈচিত্র্য আনতে হবে

201

বাসস ক্রীড়া-৫
ফুটবল-চেলসি
চেলসির খেলায় আরো বৈচিত্র্য আনতে হবে
লন্ডন, ২৫ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : চেলসির কৌশল প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ দলগুলো বুঝে গেছে বলে বিশ^াস করেন অলিভার জিরুদ। আর সে কারনেই চেলসির খেলায় আরো বেশী বৈচিত্র্য আনতে সতর্ক করেছেন তারকা এই স্ট্রাইকার।
রোববার ওয়েস্ট হ্যামের সাথে গোলশুন্য ড্র করে মৌসুমে প্রথম পয়েন্ট হারিয়েছে ব্লুজরা। আক্রমনভাগে ইডেন হ্যাজার্ড ও উইলিয়ানের পারফরমেন্স নিয়ে হতাশা ব্যক্ত করেছেন জিরুদ। বিশ^কাপ বিজয়ী জিরুদ বিশ^াস করেন সব বিভাগেই দলের উন্নতির প্রয়োজন রয়েছে। বিশেষ করে লিভারপুলের বিপক্ষে পরপর দুটি ম্যাচকে সামনে রেখে চেলসিকে আরো সতর্ক হবার আহবান জানিয়েছে এই ফ্রেঞ্চ তারকা। বুধবার ইএফএল কাপের পর শনিবার স্ট্যামফোর্ড ব্রীজে দুই দল মুখোমুখি হবে। জিরুদ বলেন, অনেক সময় আমরা ম্যাচে খুব বেশী তাড়াহুড়া করে ফেলছি, ‘আর সেখানেই আমরা ধৈর্য্য হারিয়ে ফেলছি। নতুবা সঠিক সময়ে সঠিকভাগে গতি দিতে পারছি না। এখন প্রতিপক্ষ দলগুলো আমাদের কৌশল বুঝতে শুরু করেছে। সে কারনেই আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে হবে। আমরা মধ্যমাঠে বেশী সময় দেবার চেষ্টা করছি। শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে এটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে সবকিছু একত্রে সমন্বয় করাটা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ৩০ গজের মধ্যে আমরা ভাল কিছু করতে পারছি না। অতি দ্রুতই সবকিছুকে পিছনে ফেলে আমাদের ম্যাচে এগিয়ে যাবার জন্য ফিরতে হবে। সেজন্য প্রয়োজনে কৌশলও পরিবর্তন করতে হবে বলে আমি বিশ^াস করি।
বাসস/নীহা/০৯৩০/স্বব