বাসস দেশ-১৮ : প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় চবি শিক্ষক কারাগারে

318

বাসস দেশ-১৮
চবি শিক্ষক-মন্তব্য-কারাগার
প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় চবি শিক্ষক কারাগারে
চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’ করার কারণে দায়েরকৃত মামলায় আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
পাবলিক প্রসিকিউটর এ কে এম সিরাজুল ইসলাম জানান, হাইকোর্ট থেকে নেয়া ৮ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের শিক্ষক মাইদুল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন তা করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ইফতেখার উদ্দিন আয়াজ নগরীর হাটহাজারী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বাসস/এমএএম/অনু-এমকে/২০০৫/আহা/-আসচৌ