সম্মেলনে ‘জোরালো চুক্তির’ প্রত্যাশা মুনের

354

সিউল, ২৭ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক): দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বলেছেন, ‘আন্ত:কোরীয় শীর্ষ সম্মেলনে তিনি একটি ‘জোরালো চুক্তির’ প্রত্যাশা করছেন। তারা শুক্রবার তাদের সম্মেলন শুরু করার পর তিনি এ প্রত্যাশার কথা বলেন। খবর এএফপি’র।
মুন বলেন, ‘আমি আশা করছি আমরা খোলাখুলি আলোচনা করে একটি জোরালো চুক্তিতে পৌঁছাবো যাতে করে আমরা শান্তি প্রত্যাশী কোরীয় জনগণকে বড় ধরণের একটি উপহার দিতে পারি।’