জয়পুরহাটে ৩৮টি প্রকল্প বাস্তবায়ন

368

জয়পুরহাট, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) সাধারন প্রকল্পের আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরে ৩১ লাখ ১১ হাজার ১৩৪ টাকা ব্যয়ে ৩৮ টি প্রকল্প বাস্তবায়ন করছে জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্র বাসস’কে জানায়, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ( টিআর) সাধারন পৌরসভা ভিত্তিক ( ১ম পর্যায়) উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫ লাখ ৭১ হাজার ২৭৯ দশমিক ৮৭ টাকা ব্যয়ে ১৬ টি প্রকল্প বাস্তবায়ন শতভাগ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ( টিআর) সাধারন পৌরসভা ভিত্তিক ( ১ম পর্যায়) সোলার প্রকল্পের আওতায় ১৫ লাখ ৩৯ হাজার ৮৫৪ দশমিক ২৭ টাকা ব্যয় সাপেক্ষে ২২ টি প্রকল্প অনুমোদন করা হলেও ১৮ টি প্রকল্পের কাজ শুরু হয়। এরমধ্যে ১৫ টি প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে।
সূত্রটি জানায়, আক্কেলপুর, পাঁচবিবি ও কালাই পৌরসভায় পি ও নিয়োগ বিলম্বে হওয়ায় কাজ এখনো শেষ হয় নি বলে জানান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: মোফাক্ষারুল ইসলাম।