বাসস ক্রীড়া-১৩ : ভারতের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ২৩৭ রান

623

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-এশিয়া কাপ
ভারতের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ২৩৭ রান
দুবাই, ২৩ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৭ রান করেেেছ পাকিস্তান।
সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং-এ নেমে ২৪ রানের সূচনা পায় পাকিস্তান। ওপেনার ইমাম উল হককে ১০ রানে থামিয়ে দিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ভারতের লেগ-স্পিনার যুজবেন্দ্রা চাহাল। আরেক ওপেনার ফখর জামানও এ ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ৩১ রানে তাকে তাকে লেগ বিফোর ফাঁেদ ফেলেন ভারতের আরেক স্পিনার বাঁ-হাতি কুলদীপ যাদব।
তিন নম্বরে ব্যাট হাতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাবর আজম। ৯ রানে আউটের শিকার হন তিনি। এরপর পাকিস্তানের মিডল-অর্ডারে অধিনায়ক সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক দলের রানের চাকা সচল করেন। তৃতীয় উইকেটে ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকেন তারা। এতে পাকিস্তানের স্কোর দেড়শ’ ছাড়িয়ে যায়। দু’জনে জুটিতে ১০৭ রান যোগ করার পর বিচ্ছিন্ন হন তারা। ৪৪ রান করা সরফরাজকে তুলে নিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন ভারতের কুলদীপ।
সরফরাজ হাফ-সেঞ্চুরির কাছে গিয়ে ফিরে গেলেও, ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন মালিক। দলীয় ২০৩ রানে বিদায় নেন মালিক। ৪টি চার ও ২টি ছক্কায় ৯০ বলে ৭৮ রান করে জসপ্রিত বুমরাহর শিকার হন তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক মালিকের বিদায়ের পর পরের দিকে ব্যাটসম্যানরা পাকিস্তানকে বড় স্কোর এনে দিতে পারেননি। টেল এন্ডার আসিফ আলীর ২১ বলে ৩০ রানের সুবাদে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৭ রানের সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান। ভারতের বুমরাহ, চাহাল ও কুলদীপ ২টি করে উইকেট নেন।
স্কোর কার্ড :
পাকিস্তান ইনিংস :
ইমাম এলবিডব্ল্ ুব চাহাল ১০
ফখর এলবিডব্ল্ ুব কুলদীপ ৩১
বাবর রান আউট ৯
সরফরাজ ক শর্মা ব কুলদীপ ৪৪
মালিক ক ধোনি ব বুমরাহ ৭৮
আসিফ বোল্ড ব চাহাল ৩০
শাদাব বোল্ড ব বুমরাহ ১০
নওয়াজ অপরাজিত ১৫
হাসান অপরাজিত ২
অতিরিক্ত (লে বা-৫, ও-৩) ৮
মোট : (৭ উইকেট, ৫০ ওভার) ২৩৭
উইকেট পতন : ১/২৪ (ইমাম), ২/৫৫ (জামান), ৩/৫৮ (বাবর), ৪/১৬৫ (সরফরাজ), ৫/২০৩ (মালিক), ৬/২১১ (আসিফ), ৭/২৩৪ (শাদাব)।
ভারত বোলিং :
ভুবেনশ্বর : ৯-০-৪৬-০ (ও-২),
বুমরাহ : ১০-১-২৯-২,
চাহাল : ৯-০-৪৬-২,
কুলদীপ : ১০-০-৪১-২ (ও-২),
জাদেজা : ৯-০-৫০-০,
কেদার : ৩-০-২০-০।
বাসস/এএমটি/২১৩০/-স্বব